ডিএমপি নিউজ: রাজধানীর শাহবাগ থানা এলাকা থেকে বৃষ্টি খাতুন নামে এক মেয়ে হারিয়ে গেছে। বৃষ্টি খাতুন এর বয়স ২১ বছর। তার পিতার নাম কছিমুদ্দিন প্রামানিক।
বৃষ্টি গত ৩ অক্টোবর, ২০২১ সকাল ৯:৩০টায় শাহবাগ থানার পরিবাগের বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সে ফিরে না আসায় সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করা হয়। সে ডা:মালিহা তাসনিম এর বাসার গৃহকর্মী।
তাকে খুঁজে না পাওয়ায় ডা: মালিহা তাসনিম ৩ অক্টোবর, ২০২১ শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার নম্বর-১৭৩।
বৃষ্টির গায়ের রং শ্যামলা। তার উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, বাসা থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল খয়েরী লাল রংয়ের বোরকা।
কোন সহৃদয়বান ব্যক্তি ছবিতে প্রদর্শিত (বৃষ্টির) এর সন্ধান জেনে থাকলে অফিসার ইনচার্জ শাহবাগ থানা (০১৩২০-০৩৯৫২০), ডিউটি অফিসার শাহবাগ থানা (০১৩২০-০৩৯৫২৭) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।