ডিএমপি নিউজ: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা হতে মেঘলা নামে এক শিশু হারিয়ে গেছে। তার বয়স ১২ বছর।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা সূত্রে জানা যায়, ৬ নভেম্বর ২০২১ সন্ধ্যা ৬.১০ টায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার সরকারি শিশু পরিবার (বালিকা), ঢাকার ডালিয়া পরিবার হতে বাহির হয়ে ফিরে আসেনি। পরবর্তীতে সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে সরকারি শিশু পরিবার, তেজগাঁও, ঢাকার উপ-তত্ত্বাবধায়ক ঝর্না জাহিন তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এ সংক্রান্তে জিডি করেছেন। জিডি নং-২৬৭, তারিখ-০৬/১১/২০২১খ্রি:।
কোন সহৃদয়বান ব্যক্তি ছবির শিশুটির সন্ধান জেনে থাকলে অফিসার ইনচার্জ তেজগাঁও শিল্পাঞ্চল থানা (০১৩২০-০৪০৮৩০) ও ডিউটি অফিসার (০১৩২০-০৪০৮৩৭) অথবা এসআই সাহিদুল ইসলাম এর (০১৯৮০-২৮৪৩৪৯) নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।