ডিএমপি নিউজ: রাজধানীর সূত্রাপুর থানা এলাকা হতে মোঃ ওমর ফারুক নামে এক ব্যক্তি হারিয়ে গেছে। তার বয়স ৪৫ বছর। উচ্চতা- ৬’২”, গায়ের রং- ফর্সা, শারিরীক গঠন-মধ্যম প্রকৃতির, মুখমন্ডল গোলাকার, পরনে ছিল প্যান্ট ও শার্ট। তার পিতার নাম মৃত আব্দুল বাসের ।
তিনি গত ১লা জানুয়ারি ২০২১ দুপুর আনুমানিক ০১:০০ টায় সূতাপুর থানার, ৪২/৪২ কাজী আব্দুর রউফ রোডের বাসা হতে বাহির হয়ে ফিরে আসেনি। পরবর্তীতে সে ফিরে না আসায় তার আত্মীয়-স্বজন সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে।
তাকে খুঁজে না পাওয়ায় তার ছোট বোনের জামাই সূত্রাপুর থানায় এ সংক্রান্তে জিডি করেছেন। জিডি নং- ৮৪, তারিখ-৩/১/২০২২ খ্রি:।
কোন সহৃদয়বান ব্যক্তি ছবির লোকটির সন্ধান জেনে থাকলে অফিসার ইনচার্জ সূত্রাপুর থানা (০১৩২০-০৩৯৯৪৯) ও ডিউটি অফিসার (০১৩২০-০৩৯৯৫৬) নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হল।