ডিএমপি নিউজ: রাজধানীর তেজগাঁ শিল্পাঞ্চল থানা এলাকা হতে শেখ মোঃ সাদ উল্লাহ নামে এক ব্যক্তি হারিয়ে গেছে। তার উচ্চতা- ৫ ফুট ৫ ইঞ্চি, গায়ের রং- ফর্সা, শারিরীক গঠন-মাঝারী গড়নের, মুখমন্ডল গোলাকার, কোকড়ানো চুল এবং পরনে ছিল আকাশি রংয়ের ফুলশার্ট, হাফসোয়েটার ও জিন্স প্যান্ট। তার পিতার নাম মৃত মোহাম্মদ উল্লাহ।
জিডি সূত্রে জানা যায়, শেখ মোঃ সাদ উল্লাহ গত ১৩ ডিসেম্বর ২০২১ বিকাল ৫:৫০ টায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার পূর্ব নাকাল পাড়ার বাসা হতে স্ত্রীর সাথে ঝগড়া করে বাহির হয়ে আর ফিরে আসেনি। পরবর্তীতে আত্মীয়-স্বজন ও সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে তার স্ত্রী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এ সংক্রান্তে একটি জিডি করেন। জিডি নং-৭৭৮, তারিখ-১৭/১২/২০২১ খ্রি:।
কোন সহৃদয়বান ব্যক্তি ছবিতে প্রদর্শিত ব্যক্তির সন্ধান জেনে থাকলে অফিসার ইনচার্জ তেজগাঁও শিল্পাঞ্চল থানা (০১৩২০-০৪০৮৩০) অথবা ডিউটি অফিসার (০১৩২০-০৪০৮৩৭) এর নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হল।