ডিএমপি নিউজ: গাজীপুরের কাশিমপুর থানা এলাকা হতে মোছাঃ সাইদা গাফফার নামে একজন ভদ্র মহিলা হারিয়ে গেছেন। তাঁর বয়স ৭১ বছর।
কাশিমপুর থানা সূত্রে জানানো হয়, বুধবার (১২ জানুয়ারি ২০২০) সন্ধ্যা ০৬:১৫ টায় প্রজেক্টের কন্টাক্টর জনৈক মোঃ আনোয়ার তার ছেলের মোবাইলে ফোন করে জানান বাসার দরজা খোলা এবং তার মাকে কোথাও পাওয়া যাচ্ছে না। রাত ০৯:১৫ টায় তার ছেলে ও মেয়ে সাদিয়া আফরিনসহ কাশিমপুরের পানিশাইল ভাড়া বাসায় এসে তার মাকে কোথাও খুঁজে পাননি। মোছাঃ সাইদা গাফফার কাশিমপুরের পানিশাইলে একটি বাসায় ভাড়া থেকে নিজ প্রজেক্টের দেখা-শুনা করতেন।
তাকে খুঁজে না পাওয়ায় তাঁর মেয়ে সাদিয়া আফরীন কাশিমপুর থানায় এ সংক্রান্তে জিডি করেছেন। যার নম্বর-৫৮৮ তারিখ-১৩/০১/২০২২খ্রি:।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত ভদ্র মহিলার সন্ধান জেনে থাকলে কাশিমপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত (০১৩২০-০৭০৬১২) অথবা অফিসার ইনচার্জ কাশিমপুর থানা (০১৩২০- ০৭০৬১১) নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।