ডিএমপি নিউজ: রাজধানীর মুগদা থানা এলাকা হতে মীম নামের মানসিক ভারসাম্যহীন এক মেয়ে হারিয়ে গেছেন। তার বয়স ১৫ বছর। তার মাতার নাম তাছলিমা। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা ৪ ফুট। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল হলুদ রংয়ের বোরখা।
গত ২৭ জানুয়ারি ২০২২ দুপুর ২:০০ টার সময় মুগদা থানার বড়পাড়ার বাসা হতে বের হয়ে আর বাসায় ফিরে আসেননি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও না পাওয়ায় তার ভাই মুগদা থানায় জিডি করেছেন। জিডি নং-১০৫৭ তারিখ-১৬/০১/২০২২ খ্রি:।
কোন সহৃদয় ব্যক্তি উক্ত মেয়ের সন্ধান জেনে থাকলে মুগদা থানার তদন্তকারী অফিসার এসআই শামিম আকতার সরকার (০১৭৩০-৪২৯৬৫০) অথবা ডিউটি অফিসার (০১৩২০-০৪০২৭৯) অথবা অফিসার ইনচার্জ (০১৩২০-০৪০২৭২) এর মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।