ডিএমপি নিউজ: রাজধানীর তেজগাঁ শিল্পাঞ্চল থানা এলাকা হতে ফাহিন আফরিন মিম নামে এক তরুণী হারিয়ে গেছে। তার বয়স ১৯ বছর। উচ্চতা- ৫’৩”, গায়ের রং- ফর্সা, মুখমন্ডল গোলাকার, তার পরনে ছিল গোলাপি রঙের থ্রি পিস। পিতার নাম মোঃ আবুল কালাম।
গত ১৩ মার্চ ২০২২ সকাল ৭:৩০ টায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার পূর্ব নাখালপাড়া বাসা থেকে তেজগাঁও মহিলা কলেজের উদ্দেশে বের হয়ে আর ফিরে আসেনি। পরবর্তীতে সে ফিরে না আসায় তার আত্মীয়-স্বজন সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে।
তাকে খুঁজে না পাওয়ায় তার দুলাভাই তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এ সংক্রান্তে জিডি করেছেন। জিডি নং- ৬৮৮, তারিখ-১৩/০৩/২০২২ খ্রি:।
কোন সহৃদয় ব্যক্তি ছবির লোকটির সন্ধান জেনে থাকলে অফিসার ইনচার্জ তেজগাঁও শিল্পাঞ্চল থানা (০১৩২০-০৪০৮৩০) ও ডিউটি অফিসার (০১৩২০-০৪০৮৩৭) এবং এসআই সাহিদুল ইসলামের (০১৯৮০-২৮৪৩৪৯) নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হল।