ডিএমপি নিউজ: রংপুর জেলার গংগাচড়া মডেল থানা এলাকা হতে মোসাঃ রেহানা আক্তার নামে একজন মহিলা হারিয়ে গেছে। তার বয়স ৩০ বছর। উচ্চতা- ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রং-শ্যামলা, মুখমন্ডল-গোলাকার, মাথার চুল লম্বা। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল কালো রংয়ের খিমার বোরকা।
গত ১৬ মে ২০২২ সকাল ৯:০০ টায় রংপুর জেলার গংগাচড়া মডেল থানার নিজ বাড়ি থেকে বাইরে যাওয়ার কথা বলে বের হয়ে আর ফিরে আসেনি। পরবর্তীতে সে ফিরে না আসায় তার আত্মীয়-স্বজন সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে।
তাকে খুঁজে না পাওয়ায় তার মা মোসাঃ জাহানারা খাতুন গংগাচড়া মডেল থানায় এ সংক্রান্তে একটি জিডি করেছেন। জিডি নং-১০৪২, তারিখ-১৬/০৫/২০২২ খ্রি:।
কোন সহৃদয় ব্যক্তি ছবির মহিলার সন্ধান জেনে থাকলে তদন্তকারী কর্মকর্তা (০১৭২৪-৬৮১৮০৩) অথবা অফিসার ইনচার্জ গংগাচড়া মডেল থানা (০১৩২০-১৩১৪০৭) নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।