ডিএমপি নিউজ: রাজধানীর পল্টন মডেল থানা এলাকা থেকে মোঃ কামাল শেখ নামে এক ছেলে হারিয়ে গেছে। তার বয়স ১৬ বছর। বাবার নাম-মোঃ জুলমত শেখ, মাতার নাম- আলেয়া। তার গ্রামের বাড়ি বাগেরহাটের চিতলমারি থানার বড়গুলি গ্রামে।
কামাল গত ১০ নভেম্বর ২০২২খ্রি. সন্ধ্যা অনুমান ০৬:৩০ ঘটিকায় সে রাগ করে বাড়ি হতে বের হয়ে আর ফিরে আসেনি। কামালের সর্বশেষ অবস্থান পুরানা পল্টনের টেপা কমপ্লেক্সের এজেআর কুরিয়ার সার্ভিস এলাকায় ছিলো। সে ফিরে না আসায় আত্মীয়-স্বজন সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেন।
তার উচ্চতা-অনুমান ৪ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং-শ্যামলা ও মুখমন্ডল গোলাকার। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল কালো টি শার্ট ও ট্রাউজার।
তাকে খুঁজে না পাওয়ায় কামালের বড় ভাই ইমরুল শেখ গত ১৮ নভেম্বর ২০২২ খ্রি. ডিএমপির পল্টন মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার নম্বর ১২৫১।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত ছেলেটির সন্ধান জেনে থাকলে পল্টন মডেল থানার ডিউটি অফিসার (০১৩২০-০৪০১৩৯) বা অফিসার ইনচার্জ (০১৩২০-০৪০১৩২) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।