ডিএমপি নিউজ: রাজধানীর তেজগাঁও এলাকা থেকে মোঃ রাব্বি হোসেন মিশুক নামে একটি শিশু হারিয়ে গেছে। তার বয়স সাড়ে ছয় বছর, বাবার নাম জাকির হোসেন।
শিশুটির উচ্চতা ৩ ফুট, গায়ের রং কালো শ্যামলা। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিলো বেগুনী রঙয়ের পাঙ্জাবি। সে তেজগাঁও থানা এলাকার রহমতে আলম মিশন মাদ্রাসায় পড়াশোনা করতো।
তেজগাঁও থানা সূত্র জানায়, মোঃ রাব্বি হোসেন মিশুক গত ২০ জুলাই ২০২৩খ্রি. তারিখ বেলা ১১টায় মাদ্রাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজের মা। জিডি নং-১২৯২, তারিখ- ২৩/৭/২০২৩খ্রি.।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত শিশুর সন্ধান বা তথ্য জেনে থাকলে জিডির তদন্তকারী কর্মকর্তা এসআই সুমন চন্দ্র শীল (০১৭০৮-৩৯২৯৩৫)অথবা তেজগাঁও থানার ডিউটি অফিসারের (০১৩২০-০৪০৮০৯)নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।