ডিএমপি নিউজ: রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে রুপালী আক্তার রুপা নামে এক নারী হারিয়ে গেছে। তার বয়স ২০ বছর। তার স্বামী নাম মোঃ মশিউর রহমান।
থানা সূত্র জানায়, রুপালী আক্তার রুপা গত ২০ আগস্ট ২০২৩ তারিখে কদমতলী থানার মুরাদপুর মাদ্রাসা রোড এলাকার নিজ বাসা থেকে বাহির হয়ে আর ফিরে আসেনি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে না পেয়ে ডিএমপির কদমতলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডি নং-১৫২৯, তারিখ-২৫/৮/২০২৩ খ্রি.।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত নারীর সন্ধান জেনে থাকলে কদমতলী থানার ডিউটি অফিসার (০১৩২০-০৪০৫৭২) বা অফিসার ইনচার্জ (০১৩২০-০৪০৫৬৫) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।