ডিএমপি নিউজ: মোঃ শাহরিয়ার রশিদ নামে একটি ছেলে হারিয়ে গেছে। তার বয়স আনুমানিক ১৮ বছর। তার গায়ের রং শ্যামলা, মুখমন্ডল গোলাকার, উচ্চতা অনুমান ৫ ফুট ৫ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তার পরণে ছিল ফুল প্যান্ট ও হলুদ টি শার্ট।
ছেলেটি গত ২৫ মার্চ, ২০১৮ সকালে তার মামার সবুজবাগের বাসা হতে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি।
তার হারানো সংক্রান্তে ডিএমপি’র সবুজবাগ থানায় ২৬ মার্চ, ২০১৮ একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নম্বর ১২৮৭/১৮।
কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান জেনে থাকলে নিকটস্থ থানা, ওসি সবুজবাগ(01713-373153) অথবা ডিএমপি মিডিয়া (01713-398757) যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।