ডিএমপি নিউজ: রাজধানীর পল্টন এলাকা থেকে তানজিনা আলম মাহী নামের ২০ বছরের এক মেয়ে হারিয়ে গেছে। তার উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি ও গায়ের রং ফর্সা। বাসা থেকে বের হওয়ার সময় তার পরনে ছিলো থ্রিপি ও কালো বোরকা।
পল্টন থানা সূত্র জানায়, গত ৭ মে ২০২৪ তারিখ সকালে পল্টনের চামেলিবাগের বর্তমান বাসা থেকে কাউকে কিছু না বলে বের হয়ে আর ফিরে আসেনি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে না পেয়ে পল্টন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজের মা রোকসানা আলম। জিডি নং- ৫৩৭, তারিখ- ০৮/০৫/২০২৪ খ্রি.।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত মেয়েটির সন্ধান জেনে থাকলে তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোহাঃ আব্দুল বাতেন (০১৯১৪-২১০৯৩০) অথবা পল্টন থানার ডিউটি অফিসার (০১৩২০-০৪০১৩৯) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।