ডিএমপি নিউজ: রাজধানীর ওয়ারী এলাকা থেকে শাশীমা আক্তার লাভলী নামের ৫৮ বছরের একজন মানসিক অসুস্থ মহিলা হারিয়ে গেছে। তার উচ্চতা সাড়ে চার ফূট। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল সাদা প্রিন্টের গেঞ্জি ও পায়জামা।
থানা সূত্র জানায়, শাশীমা আক্তার লাভলী গত ৫ মে সকালে ভজহরী সাহা স্ট্রীটের বাসা থেকে বের হয়ে আর ফিরে আসে নাই। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে না পেয়ে তার ছোট ভাই গত ৯ মে ওয়ারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং–৪০৮।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত মহিলার সন্ধান জেনে থাকলে ওয়ারী থানার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোঃ আসাদুজ্জামান (০১৯১৬-২৯২৫৫৩) অথবা ডিউটি অফিসার (০১৩২০-০৪০৬২৮) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।