ডিএমপি নিউজ: রাজধানীর কদমতলী এলাকা থেকে ইমন চৌধুরী নামের ২৭ বছরের এক যুবক নিখোঁজ হয়েছে। তার উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি ও গায়ের রং শ্যামলা। তার পিতার নাম নুর আলম ও মাতার নাম কুলসুম বেগম।
থানা সূত্র জানায়, ইমন চৌধুরী গত ২৬ জুন ২০২৪ তারিখ সকাল সাড়ে ১১টার দিকে কদমতলী থানার মেরাজনগর সি-ব্লকের বাশপট্টি এলাকার দোকান থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে না পেয়ে রাজধানীর কদমতলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজের স্ত্রী। জিডি নং- ১৪৮৪, তারিখ- ২৭/০৬/২০২৪ খ্রি.।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত যুবকের সন্ধান জেনে থাকলে কদমতলী থানার ডিউটি অফিসার (০১৩২০-০৪০৫৭২) অথবা তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোহাম্মদ মোহর আলীর (০১৭৮৬-৫৫৪১৩৯) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।