ডিএমপি নিউজ: রাজধানীর কদমতলী এলাকা থেকে মিশকাত জাহান আদিবা নামের ১৪ বছরের এক কিশোরী নিখোঁজ হয়েছে। তার মাতার নাম শাহনাজ পারভীন। তার উচ্চতা ৫ ফুট, গায়ের রং ফর্সা ও মুখমন্ডল লম্বাটে। বাসা থেকে বের হওয়ার সময় তার পরনে ছিলো সাদা সেলোয়ার কামিজ, সাদা ওড়না ও খয়েরী রঙের জামা।
থানা সূত্র জানায়, মিশকাত জাহান গত ১৫ আগস্ট ২০২৪ তারিখ সকালে কদমতলী থানার মদিনাবাগ আল মাহমুদ স্কুলের সামনে বাসা থেকে স্কুলে যাওয়ার কথা বলে আর ফিরে আসেনি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে না পেয়ে রাজধানীর কদমতলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজের মা। জিডি নং- ৯৫৬, তারিখ- ২৭/০৮/২০২৪ খ্রি.।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত কিশোরীর সন্ধান জেনে থাকলে কদমতলী থানার ডিউটি অফিসার (০১৩২০-০৪০৫৭২) অথবা তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) রাজীব চন্দ্র সরকার (০১৭১১-১৩২১৯৭) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।