ডিএমপি নিউজ : রাজধানীর কাফরুল থানা এলাকা থেকে সবুজ হাওলাদার নামের ২৩ বছরের এক যুবক নিখোঁজ হয়েছে। তার পিতার নাম মোঃমজিবুর হাওলাদার ও মায়ের নাম নিলুফা বেগম।
সবুজ হাওলাদারের উচ্চতা ৫ ফুট ও গায়ের রং শ্যামলা নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল গেন্জি ও প্যান্ট। মাথায় চুল মাঝারি।
থানা সূত্র জানায়, গত ৩০ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. সকালে হাইটেক হাসপাতালের সামনে থেকে নিখোঁজ হয়। এসংক্রান্তে কাফরুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজের ভাই। জিডি নং- ১৫, তারিখ- ০১/১০/২০২৪খ্রি.।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত যুবকের সন্ধান জেনে থাকলে কাফরুল থানার ডিউটি অফিসার (০১৩২০-০৪১২১৩) অথবা তদন্তকারী কর্মকর্তা এসআই আল-মামুন (০১৭৩৩-৭৫০৯১৯) এর নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।