ডিএমপি নিউজ: রাজধানীর কদমতলী এলাকা থেকে জবেদা খাতুন নামের একজন বৃদ্ধ নারী হারিয়ে গেছে। তার বয়স ৭০ বছর। তিনি কথা বলতে পারেন না। জবেদার গায়ের রং শ্যামলা। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিলো লাল রঙের প্রিন্টের শাড়ি।
কদমতলী থানা সূত্র জানা যায়, জবেদা গত ২৪ জানুয়ারি ২০২৫ খ্রি. দুপুর আনুমানিক ১২:০০ ঘটিকায় কাউকে কিছু না বলে বাসা হতে বের হয়ে আর ফিরে আসে নাই। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে না পেয়ে তার নাতি নাঈম হোসেন রনি কদমতলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং–১৭৬৬, তারিখ–২৪/০১/২০২৫ খ্রি.।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত নারীর সন্ধান জেনে থাকলে কদমতলী থানার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোঃ সাইফুল ইসলাম (০১৭১০০২০১০০), ডিউটি অফিসার (০১৩২০-০৪০৫৭২) বা অফিসার ইনচার্জ (০১৩২০-০৪০৫৬৫) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।