ডিএমপি নিউজ: মোঃ ফখরুল ইসলাম সুফি নামে একটি ছেলে হারিয়ে গেছে। তার বয়স ২৫ বছর। তার পিতার নাম-মোঃ গোলাম সরোয়ার। তার বাড়ি লক্ষিপুর জেলার চন্দ্রগঞ্জ থানার নরুল্লাপুর গ্রামে। তার গায়ের রং ফর্সা, মুখমন্ডল গোলাকার, উচ্চতা অনুমান ৫ ফুট ৪ ইঞ্চি ও মুখে খোঁচা-খোঁচা দাড়ি আছে। হারিয়ে যাওয়ার সময় তার পরণে ছিল জলপাই রংয়ের টি-শার্ট ও গ্যাভাডিং প্যান্ট।
সে ঢাকার আদাবরে একটি সুতার দোকানে কাজ করত। গত ১৮ সেপ্টেম্বর, ২০১৮ আনুমানিক বিকাল ৩ টার দিকে তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। কিন্তু সে বাড়িতে না গিয়ে নিখোঁজ রয়েছেন। জানা যায়, সে মানসিকভাবে অসুস্থ ছিল।
তার হারানো সংক্রান্তে ডিএমপি’র আদাবর থানায় গত ২৩ সেপ্টেম্বর,২০১৮ একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান জেনে থাকলে নিকটস্থ থানা, ওসি আদাবর (01713-373183) অথবা ডিএমপি মিডিয়া (01713-398757) যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।