ডিএমপি নিউজ: রাজধানীর মিরপুর সেকশন-৩ এলাকা হতে মোঃ সাব্বির নামে একটি ছেলে হারিয়ে গেছে। তার বয়স ১৩ বছর।
তার বাবার নাম- মোঃ জব্বর মিয়া, গ্রাম-বয়রা, ডাকঘর-সুতিয়াখালী, থানা ও জেলা- ময়মনসিহ।
২০ সেপ্টেম্বরন’১৯ দুপুর ১.৪৫ টার দিকে সাব্বির মিরপুরস্থ প্লট-জে৪, ব্লক-জে, সেকশন-৩ এর হাল উদয়ন রক্তকরবী নামের বাসা হতে থেকে বের হয়ে যায়, আর ফিরে আসে নাই। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
এ সংক্রান্তে শাহ আলী থানায় জিডি করা হয়েছে । যার জিডি নং-১০৮০, তারিখ-২০/০৯/১৯।
কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান জেনে থাকলে শাহ আলী থানার অফিসার ইনচার্জ (০১৭১৩-৩৭৩১৯২) যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হল।