ডিএমপি নিউজ: রাজধানীর হাতিরঝিল থানা এলাকা হতে রানু বেগম নামে একটি মেয়ে হারিয়ে গেছে। তার বয়স ১৫ বছর। তার বাবার নাম- হাসেম মিয়া, গ্রাম-বরকান্দা, থানাঃ নিকলী ও জেলা- কিশোরগঞ্জ।
৬ সেপ্টেম্বরন’১৯ বিকাল ৪.৪৫ টার দিকে রানু বেগম জিডির বাদী শহীদ জামান এর বাসা ফ্ল্যাট নং-২/১২০২, ইস্টার্ন টাওয়ার, ৫২, নিউ ইস্কাটন রোড, থানাঃ হাতিরঝিল থেকে কাউকে কিছু না বলে চলে যায়, আর ফিরে আসে নাই। রানু বেগম উল্লেখিত বাসায় কাজ করত। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
এ সংক্রান্তে হাতিরঝিল থানায় জিডি করা হয়েছে। যার জিডি নং-৩৭৭, তারিখ-০৮/০৯/২০১৯।
কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান জেনে থাকলে হাতিরঝিল থানায় (ওসি-01769-695100) যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হল।