ডিএমপি নিউজ: রাজধানীর কোতয়ালী থানা এলাকা হতে মোঃ হাজী ইদ্রিস আলী নামে এক ব্যক্তি হারিয়ে গেছে। তার বয়স ৩৫ বছর। তার বাবার নাম- মৃত সরদার আলী বেপারী, গ্রাম- ছোট ভৎসর, থানাঃ বানারীপাড়া ও জেলা- বরিশাল।
২৫ মার্চ, ২০২০ সকাল ১১.০০ টার দিকে রাজধানীর কোতয়ালী থানার ১১১ নং ইসলামপুর আল-মদিনা মসজিদ মার্কেট ইউনিক সাব দোকান হতে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা করেন। এখনো সে বাড়িতে ফিরে আসে নাই।সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
এ সংক্রান্তে কোতয়ালী থানায় জিডি করা হয়েছে। জিডি নং-১৩২৮, তারিখ-২৬/০৩/২০২০।
কোন সহৃদয়বান ব্যক্তি ছবির লোকটির সন্ধান জেনে থাকলে কোতয়ালী থানায় (ডিউটি অফিসার-01769-691675) যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হল।