ডিএমপি নিউজ: রাজধানীর ভাষানটেক থানা এলাকা হতে মোঃ মোস্তফা নামে এক ব্যক্তি হারিয়ে গেছে। তার বয়স ৫০ বছর। তার বাবার নাম- মৃত ওসমান গানি, ১০/৬/এ, পশ্চিম মাটিকাটা, থানা-ক্যান্টনমেন্ট, ঢাকা।
গত ৬ জুন, ২০২০ তারিখ থেকে তাকে পাওয়া যাচ্ছে না।সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এ সংক্রান্তে ভাষানটেক থানায় জিডি করা হয়েছে। জিডি নং-১৮০, তারিখ-৬/০৬/২০২০।
কোন সহৃদয়বান ব্যক্তি ছবির লোকটির সন্ধান জেনে থাকলে ভাষানটেক থানায় (এসআই মোঃ ইসমাইল হোসেন-01716-798245) যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হল।