ডিএমপি নিউজ: খুলনা জেলার পাইকগাছা থানার রুনা ইসলাম মুনা নামের একটি মেয়ে হারিয়ে গেছে। তার বয়স ১৮ বছর। তার বাবার নাম মোঃ মনি মোড়ল। স্থায়ী ঠিকানা গ্রাম-বাতিখালী, ৬নং ওয়ার্ড, থানা-পাইকগাছা ও জেলা: খুলনা।
নিখোঁজ মুনা গত ১ জুন, ২০২০ তারিখ বিকাল ৩টায় নিজ বাড়ী হতে কাউকে কিছু না বলে চলে গিয়ে আর ফিরে আসেনি। তাকে সম্ভাব্য সকল স্থান ও নিকট আত্মীয় স্বজনের বাসায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।
মেয়েটির গায়ের রং শ্যামলা, মুখমন্ডল গোলাকার, চোখ কালো, উচ্চতা অনুমান ৫ ফুট ২ইঞ্চি, মেয়েটির চুলের রং কালো। হারিয়ে যাওয়ার সময় তার পড়নে ছিল কমলা রঙয়ের সেলোয়ার-কামিজ। সে খুলনার আঞ্চলিক ভাষায় কথা বলে। এ সংক্রান্তে পাইকগাছা থানায় জিডি করা হয়েছে। যার জিডি নং-৮৭, তারিখ-০২/০৬/২০২০।
কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান জেনে থাকলে পাইকগাছা থানায় (অফিসার ইনচার্জ-০১৭১৩-৩৭৪১০৫) যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হল।