ডিএমপি নিউজ: রাজধানীর হাতিরঝিল থানা এলাকা হতে মাহামুদুল হাসান (ড্রাইভার) নামে এক ব্যক্তি হারিয়ে গেছে। তার বয়স ৩৬ বছর। তার বাবার নাম- ফয়জুল মাতবার। গ্রাম- ছোট কেস্টনগর, থানা-জাজিরা, জেলা- শরিয়তপুর।
সে গত ৭ জুলাই, ২০২০ তারিখ সকাল ৭.০০ টায় হাতিরঝিল থানার মহানগর প্রজেক্ট এর ১ নং রোডের ৩০ নং বাসা হতে ঢাকা মেট্রো-গ- ২৯- ৫০১৫ নাম্বারের প্রাইভেটকার নিয়ে বাহির হয়ে আর ফিরে আসে নাই। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এ সংক্রান্তে হাতিরঝিল থানায় জিডি করা হয়েছে। জিডি নং-৩৩৭, তারিখ-১০/০৭/২০২০।
কোন সহৃদয়বান ব্যক্তি ছবির লোকটির সন্ধান জেনে থাকলে হাতিরঝিল থানায় (এসআই মোঃ মাসুদ খলিফা -01918-187758) যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হল।