ডিএমপি নিউজ: রাজধানীর হাতিরঝিল থানার বাংলামোটর এলাকা হতে সুজন আহমেদ নামে এক ব্যক্তি হারিয়ে গেছে। তার বয়স ২১ বছর। তার পিতার নাম কালু মিয়া।
সে গত ৬ সেপ্টেম্বর, ২০২০ তারিখ দুপুর ১২.৩০ টায় বাসা হতে বাহির হয়ে আর ফিরে আসে নাই। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এসংক্রান্তে হাতিরঝিল থানায় জিডি করা হয়েছে। জিডি নং-৫৭২, তারিখ-১৪/০৯/২০২০ খ্রি:।
তার গায়ের রঙ শ্যামলা, চুলের রঙ কালো, উচ্চতা ৫ফুট ৭ইঞ্চি, মুখমন্ডল গোলাকার। পড়নে ছিল সাদা রঙয়ের গেন্জি ও কালো রঙয়ের ট্রাউজার্। তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার মাদারীপুর থানার মীরাকান্দি গ্রামে। বর্তমান ঠিকানা, এ/পি-৬৬ নং পাম্পের গলি, বাংলামোটর, হাতিরঝিল, ঢাকা।
কোন সহৃদয়বান ব্যক্তি ছবির লোকটির সন্ধান জেনে থাকলে হাতিরঝিল থানায় (এসআই মোঃ মাসুদ খলিফা ০১৯১৮-১৮৭৭৫৮) যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হল।