ডিএমপি নিউজ: নাটোর জেলার নলডাঙ্গা থানার স্বরকুতিয়া গ্রামের মোঃ শামীম রেজা ওরফে স্বপন নামক এক ব্যক্তি হারিয়ে গেছে। তার বয়স ৩৫ বছর। তার বাবার নাম- মৃত শফিউদ্দিন। তার গায়ের রঙ ফর্সা, উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, মুখমন্ডলের আকৃতি লম্বাটে, ঘন কালো চুল, হালকা পাতলা স্বাস্থ্য, পড়নে ছিল সাদা রঙয়ের ফুলহাতা শার্ট ও ধূসর রঙয়ের ফুল প্যান্ট। তিনি নাটোরের আঞ্চলিক ভাষায় কথা বলেন।
৩০ সেপ্টেম্বর, ২০২০ সকাল ০৯.০০ টায় নাটোর থানায় তার কর্মস্থল মাদ্রাসামোড়ে দীপশিখা এনজিও হতে কালেকশনের উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসে নাই। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
এ সংক্রান্তে নাটোর থানায় জিডি করা হয়েছে। জিডি নং-১৬, তারিখ-০১/১০/২০২০।
কোন সহৃদয়বান ব্যক্তি ছবির ব্যক্তির সন্ধান জেনে থাকলে নাটোর থানায় (অফিসার ইনচার্জ-01320-124574) যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হল।