ডিএমপি নিউজ: রাজধানীর হাতিরঝিল থানা এলাকা হতে রুনা আক্তার (১৮) নামে এক নারী হারিয়ে গেছে। তার বাবার নাম- মখদুল আজিজ, মাতার নাম- ফরিদা বেগম, গ্রাম- নৌদার, থানা ও জেলা- নেত্রকোনা। বর্তমানে ১৫৪/৬/ সি ঝিল কানন, হাতিরঝিল।
সে গত ৩১ অক্টোবর, ২০২০ বাসা হতে আনিস ডিজাইন গার্মেন্টসের উদ্দেশ্য বের হয়ে আর ফিরে আসে নাই। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এ সংক্রান্তে হাতিরঝিল থানায় জিডি করা হয়েছে।জিডি নং-৩৫, তারিখ-০১/১১/২০২০।
তার গায়ের রং শ্যামলা, মুখ মন্ডল গোলাকার, মাথার চুল কালো ও লম্বা, হালকা বর্নের। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল লাল খয়েরী স্যালোয়ার কামিজ। উচ্চতা ৫ ফিট ৪ ইঞ্চি।
কোন সহৃদয়বান ব্যক্তি ছবির নারীর সন্ধান জেনে থাকলে হাতিরঝিল থানার (অফিসার ইনচার্জ- ০১৩২০-০৪০৯৪২) যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হল।