ডিএমপি নিউজ : রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে মো: সেজান নামের এক ব্যক্তি হারিয়ে গেছেন। তার বয়স ২৮ বছর। তার পিতার নাম আব্দুস সামাদ।
জিডির বরাত দিয়ে হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ পিপিএম ডিএমপি নিউজকে জানান, গত ১১ জুন মো: সেজান বিকেল সাড়ে চারটার দিকে হাজারীবাগের সনাতন গড় বাসা থেকে বাহির হয়ে আর ফিরে আসেননি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। এ সংক্রান্তে গত ২৬ জুন ডিএমপির হাজারীবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। যার নম্বর-১৪৯৩।
নিখোঁজ সেজানের উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাথার চুল কালো। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিলো কালো জিন্সের প্যান্ট ও চেক শার্ট।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত ব্যক্তির সন্ধান জেনে থাকলে এই নাম্বার (০১৭২০০৪৩৯০৫) অথবা হাজারীবাগ থানার ডিউটি অফিসার (০১৩২০-০৩৯৬১১) বা অফিসার ইনচার্জ (০১৩২০-০৩৯৬০৪) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।