রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন কোড়ারঘাট হাসপাতাল এলাকা থেকে সোহগ নামের ২৮ বছরের একজন ব্যক্তি হারিয়ে গেছে। তার গায়ের রং শ্যামলা, শরীর মাঝারি গড়নের। তিনি শার্ট ও জিন্সের প্যান্ট পরিহিত ছিলেন।
ডিএমপির কামরাঙ্গীরচর থানা সূত্রে জানা যায়, গত ১৩ জানুয়ারি, ২০২৫ বিকেল ০৩:০০ ঘটিকায় সোহাগ কামরাঙ্গীরচর থানার কোড়ারঘাট হাসপাতালের সামনে খাবার হোটেল থেকে নিখোঁজ হয়ে যায়। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে নিখোঁজ সোহগের আত্মীয় মোঃ আলা উদ্দিন মিয়া গত ২১ জানুয়ারি কামরাঙ্গীরচর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার নম্বর– ১৩০২।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত ব্যক্তির সন্ধান জেনে থাকলে তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোঃ মুছা (০১৭১০–২৯৭৬৮৪), কামরাঙ্গীরচর থানার ডিউটি অফিসার (০১৩২০–০৩৯৯২৮) বা অফিসার ইনচার্জ (০১৩২০–০৩৯৯২১) এর নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।