ডিএমপি নিউজঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ১.৯ ট্রিলিয়ন ডলারের করোনা তহবিলের অনুমোদন দিয়েছে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ।
এ বিষয়ে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) ভোট অনুষ্ঠিত হয়। শনিবার সকালে ভোটের ফলাফল অনুযায়ী, এই বিলের পক্ষে ভোট পড়েছে ২১৯টি এবং বিপক্ষে ভোট দিয়েছেন ২১২ জন।
এই বিলটি এখন সিনেটে পাঠানো হবে। সেখানে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান সদস্যের সংখ্যা প্রায় সমান। সিনেটে অনুমোদন পেলে আর কোনো বাধা থাকছে না। এই প্রণোদনা প্যাকেজটির মাধ্যমে যুক্তরাষ্ট্রের পরিবারগুলোর জন্য এক ট্রিলিয়ন ডলার বরাদ্দ থাকবে। এর আওতায় প্রত্যেক মার্কিনিকে এক হাজার ৪শ ডলার করে সহায়তা দেয়া হবে।
ভ্যাকসিন কার্যক্রম এবং করোনা পরীক্ষাকে আরও গতিশীল এবং অর্থনীতিকে স্থিতিশীল করতেই এই প্রণোদনা প্যাকেজের পরিকল্পনা করা হয়েছে। ত্রাণ প্যাকেজের আওতায় করোনা মোকাবিলায় খরচ করা হবে ৪১২ বিলিয়ন ডলার আর ছোট ব্যবসার ক্ষেত্রে থাকছে ৪৪০ বিলিয়ন ডলার।
প্রতিনিধি পরিষদে মাত্র ১০ আসনে সংখ্যাগরিষ্ঠতা থাকলেও করোনা ত্রাণ তহবিল অনুমোদনের জন্য হওয়া ভোটে আশানুরূপ ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছেন তারা। এই ত্রাণ তহবিলকে কোভিড -১৯ সংক্রমণের বিরুদ্ধে আমেরিকানদের লড়াইয়ে সহায়তা করার একটি উপায় হিসেবে উল্লেখ করেছেন বাইডেন।