ডিএমপি নিউজঃ রাজধানীর উত্তরায় ধার্য্যকৃত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রয় ও নিম্নমানের খাদ্যপণ্য বিক্রয় করার অপরাধে দুটি সুপার শপ ও এক ব্যক্তিকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
আজ ১৭ই আগষ্ট, ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫) ও ঢাকা উত্তর সিটি করপোরেশন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
এপিবিএন-৫ এর অপারেশন্স অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান রুবেল জানান- উত্তরা ১৪ নং সেক্টরে ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় ও নিম্নমানের খাদ্যপণ্য বিক্রয় করায় মিনা বাজার সুপার শপ এর ব্যবস্থাপক মাহাদী হোসেনকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা, আগোরা সুপার শপ এর ব্যবস্থাপক আরমান হোসেনকে ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা এবং ১৩ নং সেক্টরে রাস্তার ওপর বাড়ি তৈরির নির্মাণ সামগ্রী রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় ফারুক মিয়া নামক এক ব্যক্তিকে ২০ হাজার টাকা সর্বমোট ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান- দিনের অপর এক অভিযানে এপিবিএন-৫ এর অপারেশনাল টিম বাড্ডা থানার বাংলাবাড়ি ভূইয়াপাড়া এলাকা হতে ইয়াবা ও গাঁজাসহ মোঃ নাহিদ হাসান (২০) নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তার হেফাজত থেকে ২২ পিস ইয়াবা ও ২৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।