সৈকত নাসিরের ‘ক্যাসিনো’ ছবিতে চিত্রনায়ক নিরবের বিপরীতে অভিনয় করতে চলেছেন বুবলী। এবারই প্রথম শাকিব ছাড়া অন্য কোন নায়কের বিপরীতে দেখা যাবে বুবলীকে। ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের হাত ধরেই চলচ্চিত্রে অভিষেক হয়েছিল চিত্রনায়িকা শবনম বুবলীর।
‘ক্যাসিনো ছবিতে আরও অভিনয় করবেন তাসকিন রহমান, ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে অভিনয় করে সবার নজর কেড়েছিলেন যিনি।
গত ঈদুল আযহায় মুক্তি পায় বুবলী অভিনীত সর্বশেষ ছবিটি। জাকির হোসেন রাজু পরিচালিত ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিতে বুবলীর অভিনয় প্রশংসিত হয়।