ডিএমপি নিউজঃ আজ হিন্দু ধর্মের দেবতা শ্রীকৃষ্ণের জন্মদিন (জন্মাষ্টমী)। জন্মাষ্টমী উপলক্ষে প্রধান শোভাযাত্রা শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির হতে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে।
জন্মাষ্টমীর শোভাযাত্রার নিরাপত্তা দিতে নিরলসভাবে কাজ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র সদস্যরা। জন্মাষ্টমীর শোভাযাত্রাকে ঘিরে ডিএমপি’র গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করতে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়েছিলেন ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম।
শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির হতে জন্মাষ্টমীর শোভাযাত্রা শুরু হয়ে পলাশী বাজার মোড়-জগন্নাথ হল-কেন্দ্রীয় শহীদ মিনার-দোয়েল চত্বর-হাইকোর্ট বটতলা-সরকারী কর্মচারী হাসপাতাল-ফিনিক্স রোড (পুলিশ হেডকোয়ার্টার্স এর সামনে)-গোলাপ শাহ্ মাজার-বঙ্গবন্ধু স্কোয়ার-গুলিস্তান (সার্জেন্ট আহাদ বক্সের সামনে)-নবাবপুর রোড-রায় সাহেব বাজার মোড় হয়ে-বাহাদুরশাহ পার্কে গিয়ে শেষ হয়।