ডিএমপি নিউজ: নিরাপদে রাস্তা পারাপারে রাজধানীর বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের বাস্তব ধারণা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি) এর ট্রাফিক উত্তর বিভাগ।
ট্রাফিক উত্তর বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৮ অক্টোবর ২০১৯ ট্রাফিক উত্তর বিভাগের আওতাধীন বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচীর আয়োজন করা হয় এবং স্কুল সমূহের আশপাশ এলাকার গুরুত্বপূর্ণ ক্রসিং সমূহে সরজমিনে পরিদর্শন ও বাস্তব ধারণা দেওয়া হয়।
উক্ত সচেতনতামূলক কর্মসূচিতে আমতলী ওয়েলফেয়ার স্টাফ কোয়াটার্স সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্কুলের ছাত্র-ছাত্রীদের নিরাপদে রাস্তা পারাপার সম্পের্কে বাস্তব ধারণা দেন ট্রাফিক উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার প্রবীর কুমার রায়, পিপিএম-বার।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কামারপাড়া স্কুল এন্ড কলেজে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তরা) গোবিন্দ চন্দ্র পাল, উত্তরা হাউজ বিল্ডিং বিএসবিএফসি আদর্শ উচ্চ বিদ্যায়লয়ে অতিঃ উপ-পুলিশ কমিশনার (প্রশাসন-ট্রাফিক উত্তর) মোঃ বদরুল হাসান পিপিএম এবং তেজগাঁও বিজিপ্রেস সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের নিয়ে ট্রাফিক সচেতনতা মূলক কর্মসূচি পালন করেন অতিঃ উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-গুলশান) এবিএম জাকির হোসেন।
উক্ত কর্মসূচিতে রাস্তা পারাপারে ফুটওভারব্রীজ ব্যবহার, জ্রেবা ক্রসিং ব্যবহার, বাস স্টপেজ ব্যবহার, সড়ক দুর্ঘটনার কারণ, যানজটের কারণ, সড়ক দুর্ঘটনা ও যানজট নিরসনে করনীয় ইত্যাদি বিষয় অবহিত করা হয়।