ডিএমপি নিউজঃ ০৩ ফেব্রুয়ারি’১৮ শনিবার ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪৩তম প্রতিষ্ঠা দিবস।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের সকল ইউনিটে কেক কাটার মধ্য দিয়ে ডিএমপি’র ৪৩তম প্রতিষ্ঠা দিবস উদযাপনের অনুষ্ঠানমালা শুরু হয়। বিকাল ০২.৪৫ টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর হতে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে রাজারবাগ পুলিশ লাইন্স এ গিয়ে শেষ হয়। বেলুন উড়িয়ে র্যালীর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম(বার) ।
র্যালীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও সকল স্তরের পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। এছাড়াও যুক্ত ছিল ডিএমপি’র সুসজ্জিত ব্যান্ড দল। র্যালী শেষে রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজন করা হয় নাগরিক সংবর্ধনার ।
উক্ত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এমপি, প্রধান অতিথি এবং সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্রমন্ত্রণালয় ও ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম-বার, পিপিএম।
ডিএমপি’র প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে কবি-সাহিত্যিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, দেশি-বিদেশী কূটনৈতিকবৃন্দ, মিডিয়া ব্যক্তিত্ব, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। তাঁরা একে একে মঞ্চে এসে ডিএমপিকে নিয়ে তাদের অনুভূতির কথা এবং নিরাপত্তার জন্য ডিএমপি’র প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ।
দিবসটি উপলক্ষে র্যালী ছাড়াও রাজারবাগ পুলিশ লাইন্সে ডকুমেন্টারি প্রদর্শনসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও গ্রুপ কোরিওগ্রাফি উপস্থাপন করেন বাংলাদেশ পুলিশ সাংস্কৃতিক শিল্প গোষ্ঠীর সদস্যরা। এ ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল আইয়ুব বাচ্চু, ঐশী, মৌটুসী, ফেরদৌস, পূর্ণিমা, পিন্টু ঘোষ ও মেহজাবিনের পারফরমেন্স যা সরাসরি প্রচার করে এটিএন বাংলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন এমপি বলেন, বর্তমানে পুলিশ অতীতের যেকোন সময়ের চেয়ে অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করছে। তিনি বলেন, বর্তমানে যে পুলিশ বাহিনী তৈরি হয়েছে, সেই পুলিশ আর আগের পুলিশ এক নয়। এখনকার পুলিশ সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পোঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানুষ পুলিশকে এখন আর ভয় পায় না, তারা পুলিশকে বন্ধু মনে করে এবং ভালোবাসে।
তিনি বলেন, পুলিশের আধুনিকায়ন এবং আরও শক্তিশালী একটি বাহিনী হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে পুলিশের জনবল বাড়ানো হয়েছে এবং প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্টও দেয়া হয়েছে।
অনুষ্ঠানে পুলিশের নবনিযুক্ত আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, পেশাদারিত্ব ও দক্ষতার সাথে পুলিশকে আগেও দায়িত্ব পালনে দেখা গেছে, আগামীতেও দেখা যাবে।
তিনি বলেন, জঙ্গিবাদ দমনে এদেশের পুলিশ সফল হয়েছে।
সভাপতির বক্তৃতায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের নেটওর্য়াক ভেঙ্গে দেয়া হয়েছে। অতীতের যে কোন সময়ের চেয়ে বর্তমানে অপরাধ প্রবণতা অনেক হ্রাস পেয়েছে। নগরবাসীর নিরাপত্তায় ডিএমপি’র পক্ষ থেকে বিভিন্ন নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথি, স্পন্সর প্রতিষ্ঠানসমূহকে ডিএমপি’র পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয় । সবশেষে চোখ ধাঁধানো লেজার শো ও ফায়ার ওয়ার্কস এর মধ্য দিয়ে পর্দা নামে দিনভর আয়োজনের ।