নিরাপদ পথচারী পারাপারে ট্রাফিক সিগন্যাল মেনে চলা সংক্রান্তে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (১৫ মে ২০২৫ খ্রি.) ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন ও ডিজিটালাইজেশন পূর্বক নগরবাসীর জীবনমান নিরাপদ ও উন্নত করার নিমিত্তে ডিএমপির ট্রাফিক বিভাগ নানামুখী উদ্যোগ গ্রহণ করছে। এরই অংশ হিসেবে মহানগরীর ৩টি পয়েন্টে (ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সামনের সড়কে, পুরাতন রমনা থানা সংলগ্ন শহিদ ক্যাপ্টেন মনসুর আলী সড়কে, বাড্ডায় ব্রাক বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে) নিরাপদ পথচারী পারাপারের জন্য ট্রাফিক সিগন্যাল লাইট স্থাপন করা হয়েছে। উল্লিখিত পয়েন্টসমূহ ছাড়াও ঢাকা মহানগরীর বিভিন্ন জেব্রা ক্রসিংয়ে পর্যায়ক্রমে পথচারী পারাপারের সিগন্যাল লাইট স্থাপন করা হবে। উক্ত জেব্রা ক্রসিং সমূহে পথচারীগণ পুশ বাটন চাপলে স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট সময় পরে পথচারী পারাপারের জন্য সবুজ বাতির সংকেত এবং একই সময়ে উভয় দিক হতে আগত যানবাহনের জন্য লাল বাতির সংকেত প্রদর্শিত হয়। এ সময়ে যানবাহনসমূহকে জেব্রা ক্রসিংয়ের পূর্বে নির্ধারিত স্থানে থেমে নিরাপদে পথচারী পারাপারের জন্য থামতে হবে। লাল বাতি জ্বলা অবস্থায় যানবাহনকে অবশ্যই থামাতে হবে এবং পথচারীদের নিরাপদে রাস্তা পারাপারে সুযোগ প্রদান করতে হবে। লাল বাতি জ্বালানো অবস্থায় না থেমে অর্থাৎ ট্রাফিক সিগন্যাল অমান্য করে যানবাহন চালালে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সাথে পথচারীগণকেও পুশ বাটনে চাপ দিয়ে সবুজ সংকেতের জন্য অপেক্ষা করতে হবে এবং সবুজ বাতি জ্বললে নিরাপদে রাস্তা পারাপার হতে হবে। এ ক্ষেত্রেও লাল বাতি জ্বালানো অবস্থায় পথচারীগণ না থেমে রাস্তা পারাপার হলে অর্থাৎ লাল বাতির সিগন্যাল অমান্য করলে পথচারীগণের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গণবিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জেব্রা ক্রসিং সমূহে পথচারীগণের নিরাপদে রাস্তা পারাপারের জন্য লাল বাতি জ্বলা অবস্থায় যানবাহন চালকদের থেমে এবং সবুজ বাতিতে নির্বিঘ্নে যান চলাচলের জন্য পথচারীদের লাল বাতি জ্বলা অবস্থায় থেমে সহযোহিতার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ অনুরোধ করছে।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সকলের সহযোগিতা কামনা করছে ।