নিলামে ২৮ লাখ ডলার দামে বিক্রি হয়েছে বাজ অলড্রিনের অ্যাপলো ১১ মিশনের স্পেস জ্যাকেট। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ২৭ কোটি টাকার বেশি।
৯২ বছর বয়সী বাজ অলড্রিন তাঁর পরিধেয় ও ব্যবহৃত যে ৬৯টি বস্তু বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিলেন, এই স্পেস জ্যাকেট ছিল তার মধ্যে একটি।
সাবেক নভোচারী অলড্রিন ১৯৬৯ সালে চাঁদে গিয়েছিলেন। এ অভিযানে অ্যাপোলো ১১ মিশনের লুনার মডিউল ‘ঈগল’-এর পাইলট হিসেবে কমান্ড মডিউল ‘কলম্বিয়া’ থেকে চাঁদে অবতরণ ও ফিরে আসার দায়িত্বটি ছিল অলড্রিনের কাঁধে। ঐতিহাসিক এ অভিযানে অলড্রিন পরে ছিলেন বিশেষ জ্যাকেট।
যুক্তরাষ্ট্রের পতাকা আর নাসার লোগো খচিত স্পেস জ্যাকেটটিকে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণার ইতিহাসে ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ’ স্মারক।
অ্যাপোলো-১১ মিশনে যে তিনজন নভোচারী চাঁদে যান, তাঁদের মধ্যে শুধু অলড্রিন জীবিত আছেন। তথ্যসূত্রঃঅনলাইন