ডিএমপি নিউজঃ ঢাকা মহানগরীর বিভিন্ন পাঁচ তাঁরকা হোটেল, রেস্তোরাঁ, টিএসসিতে ইংরেজি নববর্ষের উৎসব পালিত হচ্ছে। জননিরাপত্তার স্বার্থে ঢাকা মহানগরীতে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যদিয়ে ইংরেজি নববর্ষ উদযাপিত হচ্ছে বলে জানান ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম-বার, পিপিএম।
থার্টি ফাস্ট নাইট উপলক্ষে ডিএমপি’র গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে ৩১ ডিসেম্বর রাত ১১.৪৫ মিনিটে গুলশান ২ নং গোল চত্বরে আয়োজিত প্রেস ব্রিফিং একথা বলেন তিনি।
পুলিশের আহবানে সাড়া দেয়ায় নগরবাসীকে ধন্যবাদ ও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে কমিশনার বলেন, আমরা পুরো ঢাকা শহর জুড়ে নিয়েছি সুদৃঢ়, নিশ্ছিদ্র ও সম্মিলিত নিরাপত্তা ব্যবস্থা। আইন শৃংখলা রক্ষার্থে ও নিরাপত্তা নিশ্চিত করতে সাদা পোশাকে ও ইউনিফর্মে রয়েছে বিপুল সংখ্যক পুলিশ। আমাদের সোয়াট, ডগ স্কোয়ার্ড ও বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা প্রস্তুত রয়েছে যে কোন অনাকাঙ্গিত ঘটনা প্রতিরোধে।
তিনি আরো বলেন, আমরা ঢাকা শহরের প্রায় প্রতিটি পাঁচ তাঁরকা হোটেল, টিএসসি ও রবীন্দ্র সরোবরে দেখেছি মানুষ স্বতঃস্ফূর্তভাবে ইংরেজি নববর্ষকে বরণ করে নিচ্ছে। আমাদেরকে সহযোগিতা করার জন্য সকলে ধন্যবাদ জানাই। সম্মানিত নগরবাসী জননিরাপত্তার স্বার্থে আমাদের নির্দেশনার প্রতি সম্মান প্রদর্শন করেছেন।
এছাড়াও কমিশনার বলেন, ২০১৭ সালে আমাদের অনেক প্রাপ্তি রয়েছে। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় ছিল জিরো টলারেন্স। ২০১৮ সাল আমাদের সকলের জীবনকে সুন্দর ও সাফল্যমন্ডিত করুন এই প্রত্যশা করি। জনগণের পাশে আমরা সবসময় ছিলাম এবং থাকবো। আইনের শাসন প্রতিষ্ঠা ও জননিরাপত্তা বিধানে আমরা রাত-দিন কাজ করে যাচ্ছি। আমরা সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও মাদকসহ বিভিন্ন অপরাধ রুখতে অপরাধীদের মটিভিশন করছি। কাউন্টার টেরোরিজন ইউনিটের সদস্যরা সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনে অহরনিশি কাজ করে যাচ্ছে। ২০১৮ সাল হোক আমাদের সফলতার বছর। সকলকে নতুন ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই।