ডিএমপি নিউজঃ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম এর এক সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ (সিটিটিসি)।
গ্রেফতারকৃতের নাম মুহাম্মদ নাঈম ইসলাম। তার বাড়ি সিলেটের দক্ষিণ সুরমায়।
সোমবার (১৩ ডিসেম্বর ২০২১) ভাটারা থানার মাদানী এ্যাভিনিউ এলাকা থেকে তাকে গ্রেফতার করে সিটিটিসির ইন্টেলিজেন্স এ্যানালাইসিস বিভাগ।
অভিযানে নেতৃত্ব দেয়া সিটি-ইন্টেলিজেন্স এ্যানালাইসিস বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোঃ আরিফুল হোসেইন তুহিন ডিএমপি নিউজকে জানান, সোশ্যাল মিডিয়া মনিটরিংয়ের নিয়মিত অংশ হিসেবে একটি টেলিগ্রাম আইডি এবং ফেসবুক আইডি ব্যবহার করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম ও আল কায়দার মতাদর্শীতে যুক্ত হওয়ার আইডি পাওয়া যায়।
সাইবার এই কর্মকর্তা আরো বলেন, গ্রেফতারকৃত মুহাম্মদ নাঈম উক্ত টেলিগ্রাম আইডি এবং ফেসবুক আইডি ব্যবহার করে জঙ্গি সংগঠনের বিভিন্ন চ্যানেল ও গোপন গ্রুপ সমূহের কার্যক্রম অনুসরণ করে জিহাদের নামে শারীরিক ও বোমা তৈরির প্রশিক্ষণ গ্রহণ করে রাষ্ট্রবিরোধী নাশকতামূলক কর্মকান্ড পরিচালনা করার উদ্দেশ্যে হিজরত করে আত্মগোপনে যাওয়ার পরিকল্পনা করছিলো।
তিনি বলেন, বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় উক্ত টেলিগ্রাম আইডি এবং ফেসবুক আইডি ব্যবহারকারীর অবস্থান শনাক্ত করা হয়। এরপর ১৩ ডিসেম্বর সোমবার বেলা ০৪:১৫ টায় ভাটারার মাদানী এ্যাভিনিউ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ভাটারা থানার রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান সাইবার এই পুলিশ কর্মকর্তা।