ডিএমপি নিউজঃ মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবেও নৌ পুলিশ মৎস্য ও জলজ সম্পদ রক্ষায় স্বপ্রনোদিত হয়ে কাজ করছে। সাক্ষাৎ মৃত্যু জেনেও নৌ পুলিশের নবীন প্রবীণ সব ধরনের সদস্যরা বর্তমানে নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। জাল তৈরির কারখানাগুলো যেন চোখে ধূলো দিয়ে নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জালের বিস্তার ঘটাতে না পারে তার জন্য সোচ্চার নৌ পুলিশ।
নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (লিগ্যাল এন্ড মিডিয়া) ফরিদা পারভীন ডিএমপি নিউজকে জানান, মুন্সিগঞ্জের অলিতে-গলিতে কঠোর নজরদারি রাখছে মুক্তারপুর নৌ পুলিশ। গোয়েন্দা কার্যক্রম চলমান রেখে সর্বোপরি বুদ্ধিবৃত্তিকে কাজে লাগিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন এসকল গড ফাদারদের প্রতি। রাতের আঁধারে কোন ভাবেই যেন নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল তৈরি হতে না পারে তাই সদা জাগ্রত নৌ পুলিশ। মুক্তারপুর নৌ পুলিশ স্টেশন যেন বিজয়ের বার্তাই বাজিয়েছেন চলমান এ যুদ্ধে । এযাবৎ কালের এক দিনের অভিযানে নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জালের বিরুদ্ধে সর্বোচ্চ অর্জন নৌ পুলিশের।
শুক্রবার (১২ জুন) সন্ধ্যা থেকে শনিবার সকাল ৯ টা পর্যন্ত মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিভিন্ন ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ৭ কোটি ১৬ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে মুক্তারপুর নৌ পুলিশ । এসব জালের মূল্য ২ শত ১৪ কোটি ৮০ লাখ টাকা।
নৌ পুলিশের ডিআইজি মোঃ আতিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) ডিএমপি নিউজকে বলেন- “নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জালের বিরুদ্ধে যুদ্ধ চলবে। সরকারের পাশে, দেশের জন্য, দেশের মানুষের জন্য, মৎস্য সম্পদ রক্ষায় অকুতোভয়ে কাজ করবে নৌ পুলিশ “।