আইপিএলের ১২তম আসরের ফাইনালে রবিবার রাতে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যাচে মুম্বাইয়ের জয়ের পথে ৪১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন দলটির ক্যারিবীয় তারকা কাইরন পোলার্ড। যার ফলশ্রুতিতে ২০ ওভারে ১৫০ রানের টার্গেট দিতে সক্ষম হয় মুম্বাই।
তবে মুম্বাই ইনিংসের শেষ ওভারে ব্রাভো-পোলার্ড নাটকীয়তা নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ম্যাচের শেষ ওভারে খেলা চলছে তখন। চেন্নাইয়ের ক্যারিবীয় অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো তখন বল হাতে। পর পর দুটো ওয়াইড বল করেন তিনি। ক্রিজে তখন পোলার্ড। প্রথম বল খেলার চেষ্টা করলেও দ্বিতীয় বল তিনি ছেড়ে দেন। আর এই বলটি স্পষ্ট ওয়াইড হলেও অন-ফিল্ড আম্পায়ার নীতিন মেনন ওয়াইড দেননি। যা মোটেও পছন্দ হয়নি পোলার্ডের। তিনি আকাশে ব্যাট ছুঁড়ে লুফে নেন। এবং পরের বল করার আগেই নিজের জায়গা থেকে সরে গিয়ে দাঁড়ান। এরপর বল ছোঁড়ার আগে সেখান থেকেও সরে দাঁড়ান। বিষয়টি ভালো লাগেনি আম্পায়ারের। তারা বিষয়টি নিয়ে পোলার্ডদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। এবং তিনি যা করছেন সেটা যে ঠিক হচ্ছে না সেটাও বোঝানোর চেষ্টা করেন আম্পায়াররা।
আম্পায়ারদের সঙ্গে কথা বলার পর ক্রিকেটের স্পিরিট মেনে আবার ব্যাট করতে থাকেন পোলার্ড। যদিও আম্পায়ারদের সঙ্গে এই ধরণের আচরণের জন্য শাস্তি পেয়েছেন কায়রণ পোলার্ড। আইপিএলের আচরণবিধির ২.৮ ধারায় দোষী সাব্যস্ত হয়েছেন মুম্বাইয়ের ক্যারিবিয়ান অলরাউন্ডার। পোলার্ডের ম্যাচ ফি’র ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে।