ফরাসি লিগ ওয়ানে আজ বাংলাদেশ সময় রাত ২টায় মন্টপেলিয়েরের বিপক্ষে মাঠে নামবে প্যারিস সেন্ট জার্মেই, পিএসজি। আসন্ন ম্যাচটির জন্য ইতোমধ্যে ২১ সদস্যের দল ঘোষণা করেছেন প্যারিসের ক্লাবটির প্রধান কোচ ক্রিস্টোফে গালতিয়ের। পেশিতে চোটের কারণ সে দলে জায়গা হয়নি নেইমার জুনিয়রের। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে পিএসজি।
চোটের কারণে সবশেষ অনুশীলনেও যোগ দেননি নেইমার। অবশ্য এই ফরওয়ার্ডকে নিয়ে খুব বেশি শঙ্কা থাকছে না। বিবৃতিতে পিএসজি জানিয়েছে, সাবেক বার্সেলোনা তারকার পেশির চোট তেমন গুরুতর নয়। কয়েকদিন চিকিৎসকের অধীনে থাকবেন ২৯ বছর বয়সী ফুটবলার।
মৌসুমের শুরু থেকেই দারুণ ফর্মে আছেন নেইমার। সব প্রতিযোগিতা মিলিয়ে ফরাসি ক্লাবটির হয়ে ২৫ ম্যাচে ১৭বার জালের দেখা পেয়েছেন। এছাড়া সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৫টি। সবশেষ গত ৩০ জানুয়ারি লিগে রেইমসের সাথে ১-১ গোলে ড্র করে পিএসজি। সে ম্যাচে দলের হয়ে একমাত্র গোলটা করেন নেইমার।