জরিমানার মুখে পড়লেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার। বার্সেলোনা প্রাপ্য বোনাস দেয়নি, এমন দাবি তুলে সাবেক ক্লাবের বিপক্ষে মামলা করেছিলেন নেইমার। সেই মামলায় হেরে বোনাস না পেয়ে উল্টো জরিমানার মুখে পড়েছেন তিনি। বার্সেলোনার কাছে আইনি লড়াই হেরে যাওয়াতে ৬.৭ মিলিয়ন ইউরো জরিমানা গুনতে হচ্ছে নেইমারকে। যা বাংলাদেশি অর্থমূল্যে ৬৭ লাখ টাকার মতো। আর এই তথ্য আজ (১৯ জুন) এক বিবৃতিতে নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি।
নেইমার বার্সেলোনার সঙ্গে ২০১৬ সালে পাঁচ বছর মেয়াদি নতুন চুক্তিতে সাইন করেন। সেই চুক্তি অনুসার ২০১৭ সালের জুলাইয়ে ক্লাব হতে বোনাস পাওয়ার কথা ছিল তাঁর।
কিন্তু এর আগে ন্যু ক্যাম্প থেকে ট্রান্সফার ফি’র রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে ফরাসি ক্লাব পিএসজিতে পাড়ি জমায় নেইমার। তবে ঠিকই জুলাই পর্যন্ত বার্সেলোনায় থাকে নেইমার। আর তাই চুক্তি অনুসারে কাতালান ক্লাবটির থেকে বোনাসের পুরো ৪৩.৬ মিলিয়ন ইউরো দাবি করে বসে নেইমার। তবে পাঁচ বছরের চুক্তি ভেঙ্গে এক বছরের মাথায় ক্লাব ছাড়ায় প্রাপ্য বোনাসের পুরোটা দিতে অস্বীকৃতি জানায় বার্সেলোনা।
আর এজন্য সাবেক ক্লাবটির বিপক্ষে মামলা করে বসেন নেইমার। দীর্ঘদিন পর আজ এই অভিযোগের রায় দেয় বার্সেলোনার সামাজিক আদালত। যেখানে নেইমারের পরাজয় হয়। বরং বার্সেলোনাকেই এখন জরিমানার অর্থ দিতে হবে নেইমারকে।
এ নিয়ে বার্সেলোনা আনুষ্ঠানিক এক বিবৃতিতে বলে, ‘সর্বশেষ চুক্তির বোনাস নিয়ে নেইমার ও বার্সেলোনার মধ্যে চলমান মামলার বিষয়ে বার্সেলোনার সামাজিক আদালত আজ যে রায় দিয়েছে তাতে বার্সেলোনা সন্তুষ্টি প্রকাশ করছে। এ রায়ে নেইমারের ৪৩.৬ মিলিয়ন ইউরো পাওয়ার দাবি বাতিল করে দেওয়া হয়েছে এবং বার্সেলোনার অধিকাংশ যুক্তি মেনে নেওয়া হয়েছে। এর ফলে ক্লাবকে ৬.৭ মিলিয়ন ইউরো ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’
নিজেদের মধ্যকার আইনি লড়াই চললেও গত বছর নেইমারকে দলে ভেড়ানোর সব রকম চেষ্টা চালিয়ে গেছে বার্সেলোনা। এমনকি নেইমার নিজেও পিএসজি ছেড়ে বার্সায় ফেরার ইঙ্গিত দিয়েছে বারবার। তবে এখনো পিএসজি এবং বার্সেলোনা কোনো সমঝোতায় না পৌঁছানোতে নেইমারের বার্সায় খেলার সম্ভাবনা ফিকে হয়ে আছে।