ফরাসি লিগ ওয়ানে শুক্রবার লিলকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে প্যারিস সেইন্ট-জার্মেইন। এই ম্যাচের মাধ্যমেই হ্যামস্ট্রিংয়ের ইনজুরি থেকে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ১৩ অক্টোবর নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন নেইমার।
ম্যাচের ১৭ মিনিটে ইদ্রিসা গেয়িরের বাড়ানো বল গোলমুখে পেয়ে অনায়াসে জালে পাঠান ইকার্দি। এরপর ম্যাচের ৩১তম মিনিটে দারুণ এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন ডি মারিয়া।
বাকি সময়ে দুটি ভালো সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে পারেনি শিরোপাধারীরা। এ জয়ে ১৪ ম্যাচে ১১ জয়ে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি।