ডিএমপি নিউজঃ বর্ণবাদের অভিযোগ উঠেছে পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের বিরুদ্ধে। তাঁকে ঘিরে চলছে বড়সড় ঝামেলা। সেই বর্ণবাদের অভিযোগের রায় আজ। অভিযোগ প্রমাণিত হলে শাস্তিস্বরুপ ১০ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন তিনি। এতে চলতি বছর আর মাঠে খেলতে পারবেন না পিএসজি তারকা। কি আছে নেইমারের ভাগ্যে? তা নিয়ে উৎকণ্ঠার শেষ নেই।
গেল ১৪ সেপ্টেম্বর অলিম্পিক মার্শেইয়ের সঙ্গে ম্যাচ ছিল পিএসজির। ম্যাচে ফাউল করাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয় দুই দলের খেলোয়াড়দের মাঝে। সেখানে অলিম্পিক মার্শেইয়ের ফুটবলার আলভারো গঞ্জালেসকে বর্ণবাদমূলক মন্তব্য করেন বলে অভিযোগ আনা হয়। একই ম্যাচে প্রতিপক্ষকে থুথু মারায় চার ম্যাচের জন্য নিষিদ্ধ হন নেইমারের সতীর্থ অ্যাঞ্জেল ডি মারিয়া। বর্ণবাদের বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করে ফ্রেঞ্চ ফুটবল কর্তৃপক্ষ। যার চূড়ান্ত রিপোর্ট পাওয়া যাবে আজ।
এছাড়া, বর্তমানে ইনজুরিতে আছেন নেইমার। কবে নাগাদ মাঠে ফিরবেন নিশ্চিত হওয়া যায়নি এখনো।