ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার নিতে যাচ্ছেন স্পেনের নাগরিকত্ব। ইউরোপিয়ান ফুটবলে দ্বৈত নাগরিকত্ব নতুন কোনো ব্যাপার নয়। স্পেনের নাগরিকত্ব পেলেও ব্রাজিলের জার্সি গায়ে জড়িয়েই আন্তর্জাতিক ম্যাচ খেলবেন তিনি। এরই মধ্যে দ্বৈত নাগরিকত্বের জন্য আবেদনও করেছেন বার্সেলোনার এই তারকা ফুটবলার। সবকিছু ঠিক থাকলে, আগামী বছরের শুরুতেই স্পেনের নাগরিকত্ব পেতে যাচ্ছেন এই ফরোয়ার্ড।
স্প্যানিশ দৈনিক মার্কার খবর, কর সংক্রান্ত জটিলতা থেকে মুক্ত হতেই নেইমারের এ সিদ্ধান্ত। যার সঙ্গে বার্সারও স্বার্থ জড়িয়ে আছে। লা লিগার নিয়ম অনুযায়ী কোনো দলে ইউরোপের বাইরে তিনজনের বেশি ফুটবলার খেলানো যাবে না। যেখানে বার্সায় এরই মধ্যে ইউরোপের বাইরে আর্জেন্টিনার মেসি ও মাশেরানো, উরুগুয়ের সুয়ারেজ, ব্রাজিলের রাফিনহা ও মার্লন সান্তোস রয়েছেন বার্সার স্কোয়াডে।