দূষণের জেরে প্রায় বিপন্ন বাস্তুতন্ত্র৷ বারবারই আমজনতাকে সচেতন করা হচ্ছে৷ তবে নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে অবাধেই চলছে পরিবেশের উপর অত্যাচার৷ এই পরিস্থিতিতে একটি কাকই দিল পরিবেশ রক্ষার পাঠ৷ নেটদুনিয়ায় ভাইরাল পাখির পরিবেশ শিক্ষা৷
সম্প্রতি এক ব্যক্তি একটি টুইট করেন৷ ওই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷ তাতে দেখা যাচ্ছে রাস্তার পাশে রয়েছে ডাস্টবিন৷ তার উপরে এসে উড়ে বসল একটি কাক৷ মুখে ফাঁকা প্লাস্টিকের বোতল৷ ইচ্ছা হলে রাস্তাতেই মুখ থেকে ওই বোতলটি ফেলে দিতে পারত কাক৷ কিন্তু, নাহ! সে যে পরিবেশ সচেতন৷ তাই তো ফাঁকা বোতল কাক ফেলল নির্দিষ্ট জায়গায়৷ ডাস্টবিনেই বোতল ফেলে নীল আকাশে ডানা মেলল পরিবেশের বন্ধু৷ এই ভিডিওই ভাইরাল হয়ে যায় নিমেষেই৷
A crow was caught collecting a plastic bottle and putting it in a recycling bin
"If a bird can do it,
you can do it!"PICK 👏🏽UP 👏🏽YOUR 👏🏽TRASH 👏🏽AND 👏🏽RECYCLE!
(Via fb Tyler Hendley) pic.twitter.com/85dHQjnVlD
— StanceGrounded (@_SJPeace_) August 22, 2019
পরিবেশ যখন প্রায় বিপন্ন, সেই পরিস্থিতিতে এই ভিডিওটির কাকটি বেশ প্রশংসা কুড়িয়েছে৷ পাখি, পশুদের কাছ থেকে অনেক কিছু শেখা যায় বলেও উল্লেখ করেন কেউ কেউ৷ আবার নেটিজেনদের একাংশের দাবি, যা মানুষ করতে পারেনি তা কাক করে দেখিয়েছে৷ কাককে ঝাড়ুদার পাখি বলা হয়৷ পরিবেশ সচেতন নেটিজেনদের বক্তব্য, শিক্ষার কোনও বয়স নেই৷ সেক্ষেত্রে কাকের থেকে পরিচ্ছন্নতার পাঠ নেওয়া যেতে পারে৷
তাই সেক্ষেত্রে কাক এছাড়াও পরিবেশের জন্য আরও অনেক ভাল কাজ করে বলেই দাবি পরিবেশবিদদের৷ তবে ডাস্টবিনে ফাঁকা বোতল ফেলার জন্য কাককে হয়তো প্রশিক্ষণ দেওয়া হতে পারে বলেও দাবি পক্ষীবিশেষজ্ঞদের৷