নেপালে একটি বাস খাদে পড়ে ২৩ জন নিহত হয়েছে । জানা যায়, স্থানীয় সময় শুক্রবার শিক্ষা সফরের বাসটি দাং জেলা থেকে ঘোরানি শহরে ফেরার পথে তুলসিপুরের কাছে পাহাড়ি রাস্তা থেকে ৭০০ মিটার গভীর খাদে পড়ে যায়। উদ্ভিদবিদ্যা বিষয়ক শিক্ষা সফরের অংশ হিসেবে দাংয়ের একটি কৃষিখামার দেখতে গিয়েছিলেন শিক্ষার্থীরা। সেখান থেকে ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর ১৩ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে ও ১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন এক স্থানীয় পুলিশ কর্মকর্তা । দূর্ঘটনা কবলিতরা সবাই কৃষ্ণ সেন ইছুক পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষক ও শিক্ষার্থী ।