ডিএমপি নিউজঃ করোনার কারণে এক বছরের জন্য স্থগিত হয়ে গেছে ইউরো-২০২০। নেশন্স লীগ দিয়ে মাঠে ঠিকই ফিরতে যাচ্ছে আন্তর্জাতিক ফুটবল। করোনা ভাইরাসের এই সংক্রমন সত্বেও শিরোপা ধরে রাখার মিশনে নামতে যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।
ইউরোপীয় চ্যাম্পিয়নশীপ শেষ হবার আট সপ্তাহের মধ্যেই শুরু হয় কন্টিনেণ্টাল এই আন্তর্জাতিক আসরটি। ইউরো বাছাইয়ের পর ১০ মাসের ব্যবধানে প্রথমবার মাঠে গড়াচ্ছে টুর্নামেন্টটি। এই মাসে প্রায় সবগুলো দেশই ফুটবলে ফিরতে যাচ্ছে।
জার্মান কোচ জোয়াচিম লো বলেন,‘ আমাদের দল ফের মাঠে ফিরতে পারায় আমরা আনন্দিত। আমরা আবারো আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারছি। বিগত মাসগুলো প্রত্যেকের জন্য ছিল বেশ কঠিন।’
ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট বলেন,‘ আমার মতে সবারই ফুটবল ক্যালেন্ডারের দিকে নজর দেয়া উচিৎ এবং এর দায় সবার। প্রত্যেকে নিজের প্রতিযোগিতায় অংশ নেয়ার চেস্টা করছে, এতে ক্যালেন্ডার বাড়ছে এবং স্থান ছোট হচ্ছে। খেলোয়াড়দের প্রতি প্রত্যাশার চাপ বাড়বে।
সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে ছয় রাউন্ডের নেশন্স লীগ। শীর্ষ চারটি দল ফাইনাল রাউন্ডে খেলবে।